মেহেরপুরে ফসলী জমি থেকে ফসল চুরি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:58 PM, 25 February 2022

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষ যখন মাঠের ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক সেই মুহুর্তে মেহেরপুর বামন পাড়ার মাঠ থেকে বিভিন্ন ফসল চুরি হয়ে যাওয়ায় কৃষকদের মাঝে ফসল চুরি আতঙ্ক বিরাজ করছে। এতে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছেন অসহায় কৃষকরা।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বন্দর গ্রামের কায়েজ উদ্দীন এর ছেলে মুকাদ্দে বামনপাড়ার মাঠে ২২ শতক জমিতে পিয়াজ লাগান । গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা সেই জমির ২ কাঠা পরিপক্ত পেয়াজ তুলে দিয়ে যায়।

মোকাদ্দেস জানান, বেশ কিছুদিন যাবত মাঠে সেচ দেওয়ার জন্য সেচপাম্প, টিউবওয়েল সহ বিভিন্ন জমি থেকে কলা, পেয়াজসহ ফসল চুরি করে নিয়ে যাচ্ছে কিছু অসাধুব্যাক্তিরা

মেহেরপুর সদর থানার ওসি শাদারা খান বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি । যদি কোনো অভিযোগ পাওয়া যায় তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :