মেহেরপুরে ঝড়, শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:01 PM, 25 February 2022

ঝড়ের মৌসুম শুরু হওয়ার আগেই মেহেরপুরের ঝড়, শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি । মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার মাঠে আধাপাকা গম নেতিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ করে ঝড় বৃষ্টির সাথে শিলা শুরু হয়।শুক্রবার মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল, আমঝুপি, রাজনগর, কচুঁয়খালি, আলমপুর, মদনাডাঙা, দিঘিরপাড়া, গোপালপুর। গাংনী উপজেলার বাঁশবাড়িয়া, ধানখোলা, ভাটপাড়া, মহিষখোলা সহ বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে মাঠের আধা পাকা গম মাটির সঙ্গে লুটিয়ে পড়ে রয়েছে। অনেক এলাকায় পেঁপে ও কলার গাছ ভেঙ্গে পড়তে থাকতে দেখা গেছে।

শিলাবৃষ্টিতে চাষীরা তাদের ফসল এর ক্ষতির আশঙ্কা করলেও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এতে ক্ষতি হবে না বলে মনে করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান জানান বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর জেলায় ২০ মিলি মিটার বৃষ্টি হয়েছে। এতে গম লুটিয়ে পড়লেও গম সহ কোন ফসলের তেমন কোন ক্ষতি হবে না।

আপনার মতামত লিখুন :