মুজিবনগর দিবসে আনসার ও ভিডিপির উদ্যোগে গীতিনাট্য জল মাটি ও মানুষ অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:04 PM, 17 April 2022

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপির উদ্যোগে গীতিনাট্য জল মাটি ও মানুষ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুরের মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মঞ্চের সামনে গীতিনাট্য জল মাটি ও মানুষ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সাংস্কৃতিক গোষ্ঠী গীতিনাট্য জল মাটি ও মানুষ পরিবেশন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম( বি পি, ও এস পি, এ ডি সি, পি এস সি),জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) অপু সরোয়ার হাজার হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

আপনার মতামত লিখুন :