মুজিবনগরের মাটিতে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:52 PM, 31 March 2023

শিক্ষার আলোয় আলোকিত হোক ঐতিহাসিক মুজিবনগর এক দাবি এক জোট , মুজিবনগর বিশ্ববিদ্যালয় মুজিবনগরের মাটিতেই হোক, এই দাবিতে মুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ও দাবি তুলে ধরেন মুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের আহ্বায়ক ও উম্মে সালমা সুলতানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী উম্মে সালমা সুলতানা এসময় তিনি বলেন শিক্ষার আলোয় আলোকিত হোক ঐতিহাসিক মুজিবনগর বাসী মুজিবনগর হচ্ছে একটি ঐতিহাসিক স্থান এই স্থান টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়টি অন্য স্থানে স্থাপন করা হবে বলে শোনা যাচ্ছে , তাই আমরা আজকে হাজির হয়েছি আমাদের দাবি নিয়ে যাতে করে জননেত্রী শেখ হাসিনা ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মাধ্যমে মুজিবনগরের নামের সাথে সামঞ্জস্য রেখে মুজিবনগর বিশ্ববিদ্যালয় মুজিবনগরের মাটিতেই স্থাপন হোক , তিনি আরও বলেন আমাদের দাবী পূরন করতে প্রয়োজনে আমরা বৃহৎ আকারে মানববন্ধনের ঘোষণা দেন তিনি।
এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী আজিমদ্দিন শেখ , সিরাজুল ইসলাম, আব্দুর ছাত্তার, মুজিবনগর উপজেলা ওষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন , মুজিবনগর, বাগোয়ান ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,
শিক্ষক রেজাউল করিম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন ।

আপনার মতামত লিখুন :