ময়নাতদন্ত শেষে গৃহবধূ শিল্পী রানীর মরদেহ হস্তান্তর

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:35 PM, 18 February 2022

ময়নাতদন্ত শেষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের গৃহবধূ শিল্পী রানীর মরদেহ তার নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর মর্গ থেকে শিল্পী রানীর মরদেহ হস্তান্তর করা হয়। শিল্পী রানী মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের শশী ঠাকুরের সহধর্মিনী। বৃহস্পতিবার রাতে শশী ঠাকুরের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শিল্পী রানীর মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানার পুলিশ। প্রায় ১০ বছর পূর্বে ঝিনেদার কালীগঞ্জের মেয়ে শিল্পীর সাথে বিয়ে হয় বল্লভপুর গ্রামের শশী ঠাকুরের। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।

স্থানীয়রা অনেকে জানিয়েছেন পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন সময়ে শিল্পী রানীর উপর নির্যাতন করা হতো। তার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। শিল্পী রানী আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে চলছে এলাকায় কানাঘুষা। পুলিশ বলছে ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছু বলা যাবে না। তবে এ বিষয়ে মুজিবনগর থানায় একটি ইউ ডি মামলা (আন নেচারাল ডেথ) হয়েছে।

আপনার মতামত লিখুন :