মেহেরপুর উপজেলা নির্বাচনে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু বেসরকারি ভাবে নির্বাচিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:15 PM, 08 May 2024

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার নির্বাচনে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে । বুধবার সন্ধায় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালীউল্লাহ তার নিজ কার্যালয়ে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু কে নির্বাচিত বেসরকারি ভাবে ঘোষনা করে
মেহেরপুর সদর উপজেলায় ৯৪ টি কেন্দ্রে মোট ভোটার ২লাখ ১৮ হাজার ৮শ’ ৪ জনের মধ্যে ৫৩৮৯১ বৈধ ভোট প্রদান করেছে । সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারুল ইসলাম মটর সাইকেল প্রতিকে ৪০১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী অ্যাড ইব্রাহিম শাহিন কাপ পিরিচি প্রতিকে পেয়েছেন ১০৫০৭ ভোট। অপর চেয়ারম্যান পার্থী আব্দুল মান্নান ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩৭২ ভোট ও আবুল হাশেম আনারস প্রতিকে পেয়েছেন ২৮৮৫ ভোট। পরুষ ভাইস চেয়ারম্যান পদে আবুল হাশেম চশমা প্রতিকে ৩৬১৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শাহিন টিউবয়েল প্রতিকে পেয়েছেন ১৬১৩ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা বৈদ্যুতিক পাখা প্রতিকে ৩৪৬৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সামিউন বসিরা পলি হাস প্রতিকে ১৭৯১৬ ভোট পেয়েছেন।
মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫ টি ভোটকেন্দ্র মোট ভোটার ৮৫ হাজার ২শ’ ৫৯ জনের মধ্যে ৩৫৩২৫টি বৈধ ভোট প্রদান করেছে । বেসরকরি ভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী
আমাম হোসেন মিলু আনারস প্রতিকে ১৭০৬৩ ভোট পেয়ে বেসরকরি ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রফিকুল ইসলাম তোতা কাপ পিরিচ প্রতিকে পেয়েছে ১৫১০০ ভোট । অপর চেয়ারম্যান পার্থী কামরুল হাসান ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৮২১ ভোট ও মেঃ মাহাবুবুর রহমান মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৩৪১ ভোট ।
পরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান টিউবওয়েল প্রতিকে ২০৬৫৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মতিউর রহমান চশমা প্রতিকে পেয়েছেন ১৩৬৭৬ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে তকলিমা খাতুন কলষ প্রতিকে ২০০৫৮ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আফরোজা খাতুন ফুটবল প্রতিকে ১৪৩৩৬ ভোট পেয়েছেন।

আপনার মতামত লিখুন :