মেহেরপুরে ডায়রিয়ায় নারীর মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:31 PM, 16 April 2022

মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্তে তাসলিমা খাতুন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের নিজাম মন্ডলের স্ত্রী।
মৃতের পরিবার সূত্র জানায়,তাসলিমা খাতুনের কিডনি সহ নানআ রোগে আক্তান্ত ছিলো। এরপর গত কয়েকদিন যাবৎ তীব্র রোদে ডায়রিয়া হয়। চিকিৎসার জন্য প্রথমে মুজিবন্গর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা: মখলেচুর রহমান বলেন,তাসলিমা খাতুন নানা রোগে আক্তান্ত ছিলো। সে ডায়রিয়া জনিত কারনে মৃত্যু হয়েছে বিষয়টি এমন না।
এদিকে গেল কয়েকদিনে মেহেরপুরে বেড়েছে ডাইরিয়ার প্রকোপ। গেল তিন দিনে হাসপাতালে ভর্তি হয়ে ২৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ১০ শয্যার বিপরিদে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকছে। শয্যা সংকটের কারণে রোগীরা বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পর্যাপ্ত ঔষধ রয়েছে, রোগীর চাপ বাড়লেও ওষধ সংকট হবেনা বলে জানান আরএমও

আপনার মতামত লিখুন :