মুজিবনগরে ৭ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:09 PM, 31 March 2023

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝাই ট্রাক্টর চাপা পড়ে ইব্রাহিম (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার(৩১ মার্চ) দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে আনন্দবাস যুব সংঘের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন আনন্দবাস যুব সংঘের সহ সভাপতি লালচাদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান নাহিদ, মন্ডলপাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম, নিহত ইব্রাহিমের পিতা খায়রুল ইসলাম প্রমূখ। মানববন্ধন থেকে আনন্দবাস যুব সংঘের পক্ষ থেকে ইব্রাহিম হত্যার বিচার চেয়ে এবং ৪৮ ঘণ্টার মধ্যে চালককে গ্রেফতার করার দাবী জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আনন্দবাস গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে পথচারীদের পথ নিরাপদ করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করা, নেশাগ্রস্ত চালকদের গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং ইট,বালিবাহী ট্রাক, ট্রাক্টর রাতের বেলা গ্রামে চলাচল করা সহ মোট ৭ দফা দাবি পেশ করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝা একটি ট্রাক্টর আনন্দবাস গ্রামের খায়রুল ইসলামের ছেলে স্থানীয় আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইব্রাহিমকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :