মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:50 PM, 24 August 2021

মেহেরপুর-মুজিবনগর মহাসড়কের দুর্ঘটনা হ্রাসের জন্য এসড়কে অবৈধভাবে রাখা ইট, বালু, খোয়া, কাঠ, পাটখড়িসহ অন্যান্য জিনিস অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় চেয়ারম্যান, দারিয়াপুর ইউপি, মুজিবনগর থানার একটি চৌকস দল, সকল ইউপি সদস্য, দারিয়াপুর ও মোনাখালী ইউপি, সাংবাদিকবৃন্দ, সকল গ্রামপুলিশ, দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৪(চার) ঘন্টা ব্যাপী পরিচালিত অভিযানে মেহেরপুর-মুজিবনগর মহাসড়কের মোনাখালী হতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অংশে অবৈধভাবে রাখা জিনিসপত্র অপসারণ করা হয়। উল্লেখ্য, এ অভিযান সফল করতে ইতোপূর্বে মেহেরপুর-মুজিবনগর সড়কে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয় এবং ২৩.০৮.২০২১ তারিখ দারিয়াপুর ইউনিয়ন পরিষদে ও মোনাখালী ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ, সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করা হয়।

অভিযানশেষে সংশ্লিষ্ট সকলকে উপজেলা প্রশাসন, মুজিবনগরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আপনার মতামত লিখুন :