মেহেরপুরে যৌন উত্তেজক ঔষধ উদ্ধার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:13 AM, 23 March 2021

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হালদারপাড়ার তন্ময়ের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে উত্তেজক ঔষধ এবং ভেজাল খাদ্য দ্রব্য উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। জানাগেছে, আমঝুপি গ্রামের আসলাম আলীর ছেলে রেজানুর জামান তন্ময় আমঝুপি হালদার পাড়ার মন্টু মিয়ার বাড়ি ভাড় নিয়ে সেখানে চাল-আটার সহ সাধারণ মানের বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে উন্নত মানের প্যাকেটজাত করে বেশি মূল্যে বিক্রি করছিল।
এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদতালত সেখানে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত মেখান থেকে প্যাকেটিং করার মেশিন সহ যৌন উত্তেজক ঔষধ এবং ভেজাল খাদ্য দ্রব্য উদ্ধার করে। এ সমযয় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় রেজানুর জামান তন্ময়কে ৫ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের কারাদন্ড দেন। পরে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করলে তন্ময়কে কারাগারে নেওয়া হয়। এসময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :