তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ স্মারকলিপি প্রদান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:18 AM, 23 March 2021

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করা এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা, অফিস সুপার প্রদান করা সহ পেশাগত উন্নয়নের কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানব বন্ধন করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করেছে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার দুপুরের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী নেতৃবৃন্দ। এ সময় সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, মেহেরপুর সদর জেলা সভাপতি আব্দুল হাই,গাংনী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মামুন রেজা, উপদেষ্টা মোজাম্মেল হক, আতিয়ার রহমান প্রমূখ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন, একই সাথে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :