মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:39 PM, 07 April 2022

সারা বিশ্বের ন্যায় মেহেরপুরেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২।আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে মেহেরপুর পৌর ঈদগাহ থেকে শুরু করে একটি বর্ণাঢ্য র‌্যালি মেহেরপুর সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বর্ণাঢ্য র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে মেহেরপুর সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন অফিস এর আয়োজনে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্বে করেন সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্র্যাকের প্রতিনিধি ফজলুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ ও সাংবাদিক বৃন্দরা।

আপনার মতামত লিখুন :