মেহেরপুরের দুটি আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:18 PM, 30 November 2023

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল কারী প্রার্থীরা হলেন মেহেরপু-১ আসনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ, ন্যাশলনাল পিপলস পাটি তরিকুল ইসালম লিটন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাবুল জোম, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মওলাদ আলী খান, জাকের পার্টি সাইদুল আলম শাহিন।

অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ নাজমুল হক সাগর, মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম। তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি নুর আহমদ বকুল, জাতীয় পাটি (জাপা) মোঃ কেতাব আলী। জাকের পার্টি মোহাঃ সামসুদ্দোহা সোহেল, তৃণমুল বিএনপি মোঃ আব্দুল গণি, বাংলাদেশ কংগ্রেস পার্টির আল ফারুক, এনপিপি মোঃ গোলাম রসুল, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ শাহজালাল মনোনয়নপত্র দাখিল করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসক, সহকারি রিটার্নিং অফিসার মেহেরপুর-১ আসনে জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার ও মেহেরপুর-২ আসনের সহকারি রিটার্নিং অফিসার গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্ব স্ব আসনে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এদের মধ্যে মেহেরপুর-২ আসনের চার প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

আপনার মতামত লিখুন :