গাংনী যুবলীগের সভাপতিকে ছেড়ে দিয়েছে পুলিশ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:54 AM, 19 April 2022
rbt

(ফলোআপ)-৩ঃমেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনকে জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার(১৯এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান,উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে যুবলীগের সভাপতি মোশারফ হোসেনকে পুলিশের নিরাপত্তায় হেফাজতে নেয়া হয়।তবে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর জিম্মায় তাছে ছেড়ে দেওয়া হয়।

গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান, সোমবার সন্ধ্যায় সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। সামনে সংসদ নির্বাচন কল কে একসাথে নিয়ে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীর প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে কেউ বিবাদে না জড়াই, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্যঃ সোমবার সন্ধ্যায় সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপুর সাথে উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের বাকবিতণ্ডার এক পর্যায়ে ২ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা যুবলীগের সভাপতিসহ তার সহযোগীদের গ্রেপ্তার জন্য ঘণ্টাব্যাপী মেহেরপুর কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গাংনী উপজেলা আওয়াম লীগের সভাপতি ও ৭৪ মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলসহ ছাত্রলীগ,যুবলীগ শহর আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দরা।এ সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানচলাচল সাময়িক বন্ধ থাকে। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনকে পুলিশের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়।

আপনার মতামত লিখুন :