গাংনীতে সরকারিভাবে ধান ক্রয় শুরু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:53 PM, 13 June 2023

মেহেরপুরের গাংনী উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে বোরো মৌসূমের ধান কেনা শুরু হয়েছে। প্রতি কেজি ৩০ টাকা দরে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গাংনী উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়।
ধান ক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান সাব্বিরসহ কর্মকর্তাবৃন্দ।
আগামি ৩০ জুন পর্যন্ত ৩০ টাকা কেজি দরে গাংনী উপজেলার কৃষকদের উৎপাদিত ৪৪৪ মেট্রিক টন ধান ক্রয় করবে গাংনী উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :