গাংনীতে তুলা চাষীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:34 PM, 11 February 2022

রাব্বি আহমেদঃমেহেরপুরে গাংনীতে টেকসই তুলা উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস আইসিটি ডোমেইনের বাস্তবায়নে প্রাইমার্ক, কটন কানেক্টের অর্থায়নে এবং তূলা উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় তূলা চাষিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় তুলা উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জোনের কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, কৃষিবিদ মোঃ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ ড.মোঃ গাজী গোলাম মর্তুজা, বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুব।
বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইদ্রিস আলী মোল্লা, জয়েন্ট সেক্রেটারী কাজী আজমল হক,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কটন ইউনিট অফিসার ধানখোলা মোঃ এরশাদুল হক,প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য বলেন,পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও পারিবারিক উন্নয়ন নিয়ে তুলা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কৃষকদের সাথে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফিল্ড এক্সিকিউটিভগণ সব সময় কৃষকদের পাশে থাকে।

কৃষকদের তুলা চাষে উদ্বুদ্ধ করতে টিএমএসএস,প্রাইমার্ক- কটন কানেক্ট এর কর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। তুলার আঁশের মান ভাল হলে পরবর্তীতে আরও মুল্য বৃদ্ধি করারও আশ্বাস প্রদান করা হয়।

প্রধান অতিথি আরও বলেন,তামাক অর্থকরী ফসল হলেও আপনারা তামাক চাষ বর্জন করবেন। ১০০ জন তুলা চাষীদের অংশ গ্রহনে কৃষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :