গাংনীতে আবারও ফসলের সাথে শত্রুতা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:06 PM, 18 May 2021

মেহেরপুরের গাংনীতে আবারও ফসলের সাথে শত্রুতার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে  উপজেলা তেরাইল গ্রামে। রবিবার রাতে তেরাইল বিল পারের মাঠে ১৬ টি বাঁশ গাছ উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আজগর আলী জানান, আমি তেরাইল বিল পারের মাঠে আমার নিজ জমিতে কিছু মেহেগুনি চারা ও ১৬ টি বাঁশ গাছ লাগিয়েছি। গত রবিবার বিকেলে আমি প্রতিদিনের ন্যায় বাঁশ গাছের গোড়াই পানি দিয়ে এসেছি। কিন্তু সোমবার সকালে গিয়ে দেখি রাতের আধারে কে বা কারা ওই ১৬ টি বাঁশ গাছ সম্পূর্ণ উপড়ে ফেলে দিয়েছে। এভাবে ফসলের সাথে শত্রুতা করলে আমরা কৃষকরা কিভাবে চাষাবাদ করব।
এ ব্যাপারে মঙ্গলবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজগার আলী।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বাঁশ গাছ উপড়ানোর ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েক মাসে গাংনীর চরগোয়ালগ্রাম, শুকুরকান্দী, আকুবপুরসহ কয়েকটি মাঠে ফসল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন :