শারদীয় দুর্গাপূজার চতুর্থদিন আজ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:06 PM, 14 October 2021

সনাতন ধর্ম বলে দেব সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থদিনে আজ অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা।

বৃহস্পতিবার সকাল থেকে মহানবমী ও বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে মহানবমী। সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে।

পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে। সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা শুরু হয়। শুক্রবার দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। এর আগে গত ১১ অক্টোবর মেহেরপুর জেলার ৪২ টি পূজা মন্দিরে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।

আপনার মতামত লিখুন :