মেহেরপুর সহ ৬১ জেলা পরিষদ বিলুপ্ত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:45 PM, 17 April 2022

মেহেরপুর সহ দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। এখন প্রশাসক নিয়োগের আগপর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনা করবেন। ১৭ এপ্রিল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, জেলা পরিষদ আইনানুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এ অবস্থায় আইনানুযায়ী সরকার প্রশাসক নিয়োগের আগপর্যন্ত প্রতিটি জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে সম্প্রতি জেলা পরিষদ (সংশোধন) আইন পাস হয়েছে।

আপনার মতামত লিখুন :