মেহেরপুর র‍্যাবের অভিযানে ১২ মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:00 PM, 19 March 2024

চুয়াডাঙ্গার সদর উপজেলার বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত পলাতক আসামী শেখ লুৎফর রহমান জুয়েল (৩৩) কে গ্রেফতার করেছে মেহেরপুর সিপিসি- ৩ র‍্যাবের সদস্যরা। সােমবার (১৮ মার্চ) রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ রোডে অবস্থিত ইফতি ট্রেডার্স এ্যান্ড ক্রাউন সিমেন্ট দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লুৎফর রহমান জুয়েল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহবের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ মনিরুজ্জামান মেহেরপুর র‌্যাব-১২ সিপিসি-৩ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহবের ছেলে শেখ লুৎফর রহমান জুয়েল বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত পলাতক আসামী। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। সোমবার (১৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ রোডে অবস্থিত ইফতি ট্রেডার্স এ্যান্ড ক্রাউন সিমেন্ট দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সাতক্ষীরার কালিগঞ্জ থানায় তাকে হস্তাস্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :