গাংনীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বােধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:42 PM, 18 March 2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বােধন করা হয়েছে। সােমবার সকাল ১০ টার দিকে আশা সংস্থার জেলার গাংনী উপজেলার কাজীপুর শাখা কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বােধন করা হয়। আশা সংস্থার কাজীপুর শাখা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা সংস্থার কাজীপুর শাখার ব্যবস্থাপক ইমরান হােসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মাে : সাহাবুদ্দীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম আজম,কাজীপুর দারুল উলুম মাদ্রাসার সুপার আব্দুর রশিদ আক্তার। এসময় উপস্থিত ছিলেন কেএসএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী,বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল আলম,সমাজ সেবক মাওলানা মুফতি আল-আমীন। আশার কাজীপুর শাখার সহকারি -ব্যবস্থাপক সেলিম উদ্দীন,আশার সেলথ সেন্টার ইনচার্চ সামাদুর রহমান,কাজীপুর ইউপি সদস্য ফারুক হােসেন ও সমাজ সেবক গােলাম মােস্তফা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হাদি। আশার কাজীপুর শাখা ব্যবস্থাপক ইমরান হােসেন জানান,এ ক্যাম্পের মাধ্যমে এ এলাকার মানুষের বিনামূল্যে বিভিন্ন রােগের চিকিৎসাসহ ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার মাপা, ওজন মাপার সুযােগ রয়েছে।

আপনার মতামত লিখুন :