মেহেরপুর পাগলের লাঠির আঘাতে ব্যবসায়ী আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:56 PM, 26 February 2022

মেহেরপুরে পাগলের লাঠির আঘাতে নবিছদ্দিন ফকির (৭০) নামের বিশিষ্ট মুদি ব্যাবসায়ি রক্তাত্ব জখম হয়েছেন। নবিছদ্দিন ওরফে (ফকির) মেহেরপুরে হোটেলবাজার মোড়ের নবিছদ্দিন ষ্টোরের মালিক। স্থনীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানান নবিছদ্দিন আজ দুপুর ১ টার দিকে যোহরের নামাজের জন্য দোকান থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় রাস্তায় বসে থাকা আলিহিম পাগল তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে নবিছদ্দিনের মাথায় আঘাত করে। নবিছদ্দিন কাঠের লাঠির আঘাতে রক্তাত্ব অবস্থায় রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা নবিছদ্দিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ব্যবসায়ী নবিছদ্দিনের মাথায় ৮ টা শিলাই হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তার অবস্থা এখন শংকা মুক্ত।
মেহেরপুর সদর থানার ডিউটিরত আফিসার জানান বিষয় শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :