মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:04 PM, 17 October 2022

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৯ টা থেকে জেলার তিনটি উপজেলায় পৃথক তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। তিনটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে। এই নির্বাচনে স্থানীয় সরকার বিভাগের ২৯৩ জন জনপ্রতিনিধি ভোট প্রদান করবেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম এবং আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এছাড়াও তিনটি উপজেলায় তিনটি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১১ জন। সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এছাড়াও সংরক্ষিত  দুই নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচন ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ ও প্রশাসন। এছাড়াও কেন্দ্রের দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ।

আপনার মতামত লিখুন :