মেহেরপুর গোভীপুরে কবরস্থানের উন্নয়নের কাজে বাধা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:28 PM, 06 April 2021

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর কবরস্থানের উন্নয়নের কাজে বাধা দেওয়ায় এলাকাবাসীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিকালের দিকে কবরস্থানের সামনে গোভীপুর গ্রামের কিছু মানুষ সেখানে বিক্ষোভ ও মানববন্ধন করেন। সেখানে ২ নং বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান এবং গোভিপুর কবরস্থান কমিটির সভাপতি শাহাজামান বলেন, গোভিপুর কবরস্থানের উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার জন্য বর্তমান কমিটির সদ্যসরা পরিশ্রম করে চলেছেন । এ সকল উন্নয়নের লক্ষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কবরস্থানের কিছু গাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামের ওই গাছ ক্রয় করতে না পেরে গোভিপুর গ্রামের আফসার আলীর ছেলে আসানুর রহমান গোপাল, পথকুড়োর ছেলে নাসির উদ্দিন, মোসলেম আলী ছেলে রফিকুল ইসলাম, আয়োব আলীর ছেলে মুসাদ আলীসহ আরো অনেকে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করেছে। এবং বিভিন্ন কুসংস্কার কথা বার্তা রটিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে এলাবাসী প্রতিবাদ জানান।

আপনার মতামত লিখুন :