মেহেরপুরে ১৮ লাখ টাকা সহ চোরাকারবারী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:57 PM, 21 February 2023

মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ লাখ টাকা সহ ইমাত উল্লাহ নামে এক চোরাকারবারীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে ঝাঁঝাঁ সীমান্তে বিজিবির বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তের ১২২ নং মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা জব্দ করে বস্তাটি তল্লাশি করলে বস্তার ভিতর থেকে ১৮ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করে বিজিবি। আটককৃত ইমাত উল্লাহ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ঝাঁঝাঁ বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝাঁঝাঁ বিওপির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে টাকা সহ আটক করে। সে হোন্ডি ব্যবসার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। হোন্ডির মাধ্যমে টাকা ভারতে পাচার হচ্ছিল। কিছুদিন আগে এই সীমান্তে ভারতীয় রুপি এবং ইউএস ডলার সহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় টাকার চোরাকারবারির অভিযোগে মামলা দায়ের করা হবে।

আপনার মতামত লিখুন :