মেহেরপুরে সরকারি ঔষধ ও যৌন উত্তেজনা টেবলেটসহ ফার্মেসী মালিক আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:04 AM, 27 June 2022

মেহেরপুর শহরের কাথুলি মোড়ের ইশান ইমন ফার্মেসীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বিনামুল্যে বিতরণ করার জন্য সরকারি বিভিন্ন এন্টিবায়োটিক ঔষধ, ভারতীয় ট্যাপেন্ডাডল, যৌন উত্তেজনা ট্যাবলেট নিষিদ্ধ ভায়াগ্রাসহ ফার্মেসীর মালিক বাবর আলীকে আটক করেছে পুলিশ।

আটকৃত বাবর আলী মেহেরপুর শহরের ৫ নং ওয়ার্ড ক্যাশবপাড়া এলাকার মৃতু শফিউল ইসলামের ছেলে।

রবিবার (২৬ জুন) সন্ধ্যার দিকে ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু, এসআই মেজবাহ উদ্দীন ও সঙ্গীয়ফোর্সসহ গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব বে আইনি ঔষধ জব্দ করেন।

ঔষধের মধ্যে রয়েছে, ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্ডা ট্যাবলেট ৩৬ পিচ , ৭৫০ পিচ সেক্সের ভায়াগ্রা ট্যাবলেট, ১৯৪ পিচ জন্ম বিরতিকরণ সস্তি ইনজেকশন, ড্রাগ এসেনশিয়াল কোম্পানীর বিনামুল্যে বিতরণের সরকারী ঔষধ এন্টিবায়োটিক গ্রুপের সেফিকজিম ট্যাবলেট ২০০ পিচ, সেপ্রোডিন ৫০০ পিচ, এ্যাজিথ্রোমাইসিন ১০০ পিচ, সিপ্রোকসিন ৩০০ পিচ উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে ওই দোকানটিতে অভিযান চালানো হয়। ভারত সরকারের ব্যান্ডকৃত এসব যৌন উদ্দিপক ঔষধ, জন্মবিরতিকরণ ইনজেকশন ও বাংলাদেশ সরকারের বিনামুল্যে বিতরণকৃত ঔষধ কালোবাজারির মাধ্যমে নিয়ে এসে অসাধু পন্থায় বিক্রি করছিলেন ফার্মেসীর মালিক বাবর আলী।
এসব ঔষধ ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কালোবাজারির ঘটনায় বিশেষ হ্মমতা আইনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও দ:বিধি আইনে পৃথক পথক মামলা দায়েরের করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার মতামত লিখুন :