মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:43 AM, 26 March 2023

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান জেলাবাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, (শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড, ইয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেকসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে সকাল ৮ টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।
বাংলাদেশ পুলিশ,  আনছার, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন।

আপনার মতামত লিখুন :