মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ৪টি ইটভাটায় জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:12 AM, 17 February 2022

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪টি ইটভাটায় ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বুধবার(১৬ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলা কোমরপুর এলাকার ৪টি ইটভাটায় অভিযান চালানো হয়।অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ইটের পরিমাণ কম থাকায় ৪ জন ভাঁটা মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে ইটের মূল্য টাঙ্গানো না থাকার কারণে এবং ইটের সঠিক মাপ না থাকায় মেসাস মুন্না ব্রিকসের মালিকের নিকট থেকে ৩৮ ধারায় ১০ হাজার টাকা এবং ৪৮ ধারায় ৪০ হাজার টাকা সহ মোট ৫০ হাজার টাকা।

মেসার্স এম এম ব্রিকস এর মালিকের নিকট থেকে ৩৮ ধারায় ২০ হাজার টাকা। মেসার্স ডি এম বি কে ব্রিকসের মালিকের নিকট থেকে ৩৮ ধারায় ১৫ হাজার টাকা। এবং মেসার্স আর এস ব্রিকসের মালিকের নিকট থেকে ৩৮ ধারায় ১০ হাজার টাকা এবং ৪৮ ধারায় ১০ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আপনার মতামত লিখুন :