মেহেরপুরে জমি রক্ষায় সংবাদ সম্মেলন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:03 PM, 27 January 2023

মেহেরপুরে আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে জোর পূর্বক জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তোভোগী পরিবার। জমিটি প্রকৃত দাবীদার হিসেবে শুক্রবার সকালে নিজ বাস ভবনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মেহেরপুর পৌরসভাধীন মল্লিক পাড়ার মোবিন উদ্দীন।সংবাদ সম্মেলনে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়ার মো: আব্দুল মান্নানের ছেলে মো: মোবিন উদ্দিন তার লিখিত বক্তব্যে বলেন, মল্লিক পাড়ায় আমাদের নিজস্ব জমি আর এস দাগ নং ৫০২৯, ১ একর ৪৭ শতক জমি বর্তমান বাংলা সাল ১৪২৯ ও ইংরেজি ২০২৩ সাল হাল নাগাদ পর্যন্ত খাজনা পরিশোধ করিয়া দখল ভোগ করিতেছি।
অথচ অতি দূর্ভাগ্য এবং কষ্টদায়ক আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, পিতা- মৃত আনারুল ইসলাম বাদল, ১ নং ওয়ার্ড হোটেল বাজার নিবাসী। সাইফুল ইসলাম ঘটন, পিতা- মৃত সামসুজ্জোহা ও আলঙ্গীর হোসেন নান্নু, পিতা- মৃত ছামসুজ্জোহা, ৭ নং ওয়ার্ড মল্লিক পুকুরপাড়া স্থায়ী বাসিন্দা এরা ৩ জন জোর পূর্বক আইনের তোয়াক্কা না করে আদালত ও থানাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ভূমি দস্যু স্টাইলে আমাদের ন্যায্য জমি জোর পূর্বক দখল এবং বিক্রয় করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের দাদা মরহুম মুনসি মোহর আলী তিনি আমার পিতা সহ সকল অংশীদারদের জমি বন্টন করিয়া দেন। জমি বন্টনের পরেও সৎ চাচা মৃত সামসুজ্জোহা এবং আমার দাদা ১৫ বছর জীবিত ছিল। সেই সময় আমার পিতাসহ অন্যান্য চাচা ও তার শরীকরা কেউ এই নিয়ে অভিযোগ আপত্তি করে নাই। ন্যায্যতার ভিত্তিতে সকলেই যার যার জমি ভোগ দখল করিয়া আসিতেছিল। অথচ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আমার পিতার সৎ ভাইয়ের নাতি ছেলে মেহেদী হাসান রোলেক্স, পিতা- মৃত আনারুল ইসলাম বাদল, সাইফুল ইসলাম ঘটন ও আলঙ্গীর হোসেন নান্নু, উভয় পিতা- মৃত সামসুজ্জোহা ভূমি দস্যু স্টাইলে আইন আদালতকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আমার পিতা-মাতাসহ আমার পরিবারকে জীবন নাশের হুমকী দিয়ে ন্যায্য সম্পত্তি জোর পূর্বক দখল ও বিক্রয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যারা এই জমিতে অবৈধ ভাবে বসবাস করছে তারা কোন ন্যায্য কাগজ পত্র দেখাতে পারবে না। আমি ও আমার পিতা-মাতা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে আইন আদালত ও থানায় নিরাপত্তা প্রার্থনাসহ ন্যায্য বিচার প্রার্থনা করি, তখন আদালত উভয় পক্ষের অভিযোগ শুনানীর পর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে যেতে নিষেধ করে আদেশ দেন। এ স্বত্ত্বেও অদৃশ্য শক্তির বলে আদালত ও থানাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ঐ ৩ জন বার বার অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা অব্যহত রেখেছে। এমতাবস্থায় আমরা শান্তি প্রিয় মানুষ হিসাবে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীসহ মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য, জেলা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সকলের দৃষ্টি আকর্ষন করে বলতে চায় আমরা যেন সুবিচার পায়।

আপনার মতামত লিখুন :