মেহেরপুরের ৯ ইউনিয়নে ৫০ জন চেয়ারম্যান প্রার্থী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:27 PM, 17 October 2021

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের মুজিবনগরে গাংনী উপজেলার মোট ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনে ৯৯ জন প্রার্থী এবং সদস্য পদে ৩৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেহেরপুর মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ৪৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।এদিকে গাংনী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬ জন এবং সাধারন সদস্য পদে ১৮৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন পরিচালনাকারী দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসের কার্যালয় সুত্রে জানা গেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম গাইন, বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান,সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম মোল্লা এবং মাহবুবুর রহমান ডাবলু।

মোনাখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মুস্তাকিম হক খোকন,বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মাহবুবুল আলম রবি, মোয়াজ্জেম হোসেন নাবুল, মনজুরুল হক এবং আবুল কাশেম।

দারিয়াপুর ইউনিয়ন এর সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহাজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত রেজাউর রহমান নান্নু, বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু,মিসকিন আলী এবং তোফাজ্জল হোসেন চঞ্চল। মহাজনপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদের ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত কুতুবউদ্দিন, বর্তমান চেয়ারম্যান আইয়ুব হোসেন, শাহিন উদ্দিন, এবং শায়েস্তা খান মনোনয়নপত্র জমা দেন। বাগোয়ান ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬ জন এবং সাধারণ সদস্য পদে ১৮৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে
কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

সাহারবাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির ১ জন বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৯ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারন সদস্যপদে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তেঁতুলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জনের মধ্যে আওয়ামী লীগের একজন,ইসলামী আন্দোলনের ১ জন, বাঁকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মটমুড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের একজন, জাপার ১ জন এবং অন্যজন স্বতন্ত্র।বামুন্দী চেয়ারম্যান পদে ৬ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারন সদস্যপদে ৪২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আপনার মতামত লিখুন :