মানব সেবাই নিয়জিত সামাজিক সংগঠন মানবতার মেহেরপুর

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:41 PM, 19 April 2022

ফয়সাল হোসেনঃস্বেচ্ছাসেবী সংগঠনকে ভালোবাসুন, হিংসা প্রতিহিংসা থেকে দূরে থাকুন,একে অপরের কাজে সহযোগিতা করুন, এমনই স্লোগান কে সামনে রেখে মানবসেবায় ও সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখতে চাই মানবতার মেহেরপুর সেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠনটি চাই নিঃস্বার্থ ভাবে মানবতার দোয়াড় খুলে নিরবিচ্ছিন্ন ভাবে মানবতার সেবা করতে। তাই সংগঠনের নাম দেয়া হয়েছে মানবতার মেহেরপুর।

এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার বলেন, আমরা মানবতা মূলক সেবা করা,রক্তদান কর্মসূচি দেশের উন্নয়নে কাজ করা, দারিদ্র্যের সাহায্য করা এতিম শিশুদের পাশে দাড়ানো ও পড়ালেখার ব্যবস্থা করা, নারীদের জন্য আলাদা কর্মসংস্থান তৈরি করা,পথশিশুদের জন্য সকল অধিকার নিশ্চিত করা, সেমিনার করে মানুষকে দেশ ও মানবতার সেবায় নিয়জিত করা।

এই প্রসঙ্গে আজ মঙ্গলবার বিকেল থেকে শুরু করা হয় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌছিয়ে দেওয়া

সামাজিক কার্যক্রমসহ উপরোক্ত কাজের প্রতি নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই এই সংগঠনের সদস্যরা। সেই সাথে উপরোক্ত কাজগুলোতে ভূমিকা রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনটির সদস্যরা।

আপনার মতামত লিখুন :