মাঘের শীতে হঠাৎ বৃষ্টিতে থমকে গেছে মেহেরপুরে জনজীবন। ফসলের ক্ষতি।

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:07 PM, 04 February 2022

মাঘ মাসের শীতে এমনিতেই মানুষ কাবু হয়ে আছে। দিন মজুরেরা শীতের সাথে লড়াই করে প্রতিদিনই কর্মের খোঁজে বেরিয়ে পড়ে। যতক্ষন কাজ করে ততক্ষন তাদের পেট চলে। কিন্তু এবারের আবহাওয়া যেন তার বৈরিতা ভুমিকা ছাড়ছেই না। সম্প্রতি করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ওমিক্রনের থাবার মধ্যেও কর্মজীবী মানুষ জীবন বাঁচানোর তাগিদে সব কিছু উপেক্ষা করে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। কাজ করলে দু’মুঠো খাবারের ব্যবস্থা হয়।
কিন্তু ৪ ফেব্রুয়ারি শুক্রবার ভোর থেকেই মেঘের চোখ রাঙ্গানী আগে থেকেই কর্মজীবী মানুষদের ঘরে থাকার যেন বার্তা পৌছে দিচ্ছে। তবুও যারা দিন খাঁটে দিন খায়, তারা মেঘের চোখ রাঙ্গানি উপেক্ষা করে বেরিয়ে পড়ে। কিন্তু এই মাঘের শীতে মেঘের চোখ রাঙ্গানির সাথে হঠাৎ বৃষ্টিতে সত্যিই তাদের কর্মজীবনকে থামিয়ে দিয়েছে।

মেহেরপুর সদর, গাংনী পৌর শহর ও মুজিবনগর শহরে দেখা যায় মাঘের শীত-মেঘ উপেক্ষা করে ভোরে বেরিয়ে পড়া দিনমজুরেরা বাজারে এসে থমকে গেছে। বৈরি আবহাওয়ার জন্য মালিকের পক্ষ থেকে কাজে বিরতি দেওয়া হয়েছে। তবুও তাদের চোখে মুখে কাজের খোঁজ। কারণ একদিন কাজ না করলে পরেরদিন খাবার জুটবে না।
এমনই সোজা উত্তর দিলেন দিনমজুর রাহেলা খাতুন। তিনি বলেন, আমাদের আবহাওয়া দেখতে গেলে পেট চলবে না ভাই, একদিন কাজ না করলে পরেরদিন কী খাব এই চিন্তাই রাতে ঘুম আসেনা। তাইতো মাঘের শীতে মেঘ-বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি কাজের সন্ধানে। কিন্তৃ শীত মেঘ যেমন তেমন বৃষ্টি হওয়ার জন্য মালিকরা কাজে ডাকেনি আজ। কী খাব এই চিন্তা এখন মাথায়।
এদিকে মাঘ মাসের বৃষ্টিতে শুধু জনজীবন যে বিপর্যস্ত তাই নয়, ফসলেরও ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিশেষ করে গম ও মসুরির ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
কৃষক আলি কদর সাংবাদিককে জানান, এবারে শীতের মৌসুম যেন অন্যরকম আচরন করছে। মাঘের শীতে যে আষাঢ়ের মতো বৃষ্টি হয় এর আগে দেখিনি। এই বৃষ্টিতে উঠতি ফসলের মধ্য বিশেষ করে গম ও মসুরির ব্যপক ক্ষতি হয়ে গেল। এ ক্ষতি কিভাবে পূরণ হবে এই চিন্তাই কৃষকের কপালে ভাঁজ পড়েছে।
মাঘের বৃষ্টি প্রমাণ করে আবহাওয়ার বৈরি চরিত্র এবং আবহাওয়ার বৈরিতা মানেই জনজীবন ও ফসলের ক্ষতি।(Public life in Meherpur has come to a sudden halt in the winter rains. Crop damage.

Gangnirchokh:In the winter of the month of Magh, people are already overwhelmed. Day laborers fight the cold and go out every day in search of work. As long as they work, their stomachs move. But this time the weather is not leaving its hostile role. Recently, as soon as the situation in Corona did not improve, the working people, even in the clutches of Omicron, went out in search of work, ignoring everything in order to save their lives. When working, two handfuls of food are provided.
But since the dawn of Friday, February 4, the eyes of the clouds have been reddening as if they are already sending the message to the working people to stay at home. Yet those who eat day after day, they go out ignoring the red eyes of the clouds. But in this Magh winter, the sudden downpour of rain with the eyes of the clouds really stopped their careers.In Meherpur Sadar, Gangni municipal town and Mujibnagar town, day laborers who came out in the morning ignoring the winter clouds of Magh have come to a halt in the market. Work has been suspended by the owner due to hostile weather. Still looking for work in their eyes. Because if you don’t work one day, you won’t get food the next day.Day laborer Rahela Khatun gave such a straight answer. He said, “If we go to see the weather, our stomachs will not move. Brother, if we don’t work one day, what will we eat the next day? This thought makes us sleepless at night.” That’s why in the winter of Magh, I went out in search of work with clouds and rain on my head. But the owners did not call for work today as it was raining like winter clouds. The thought of what to eat is now in my head.Meanwhile, the rains in the month of Magh have not only disrupted public life, but also caused extensive damage to crops.Wheat and lentil crops in particular have been severely damaged.Farmer Ali Kadar told reporters that this time the winter season seems to be behaving differently. I have never seen such rain as Ashar in the winter of Magh. The rains caused extensive damage to crops, especially wheat and lentils. The farmer is worried about how to compensate for this loss.
Magh rain proves the hostile nature of the weather and the hostility of the weather means loss of life and crops)

আপনার মতামত লিখুন :