নতুন বছরে ডলার সংকট কেটে যাবে:সালমান এফ রহমান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:35 PM, 26 November 2022

আগামী জানুয়ারী মাস থেকে আমাদের যে ডলারের সংকট আছে তা ঠিক হয়ে যাবে। রমজান মাসের আগে যা যা আমদানি করার কথা সেগুলি হবে, রমজান মাসে কোন সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজার সব কিছুর দাম বেড়ে গেছে। আমরা যখন আমদানি করছি তখন সেটার একটা ইফেক্ট আসছে। মুজিবনগরে আইএফইসি ব্যাংকের ১ হাজারতম উপশাখা উদ্বোধনের আগে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে তিনি মুজিবগরে আসেন তিনি। সাড়ে ১০ টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো: রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসসহ আইএফআইসি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন :