দোকান ফেলে পালিয়েও রক্ষা হয়নি দোকানীর,গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:41 AM, 28 June 2021

করোনা সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মানাতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের। রোববার এক ঝটিকা অভিযানে ৪টি মামলায় ৪ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। আইন অমান্যকারী এক দোকানী দোকান ফেলে পালিয়ে গেলেও রেহাই পাচ্ছেন না তিনি।

রবিবার(২৭জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয় বাঁশবাড়ীয়া বাজার থেকে। বাঁশবাড়ীয়া বাজারে চিড়ার মিল চালু থাকায় মালিকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় ও মিল বন্ধে করে দেওয়া হয়। চলমান নির্দেশনায় দুপুর বারটার পর এ ধরনের মিল বন্ধ থাকবে।

এদিকে ভ্রাম্যমাণ আদালত গাড়াডোব, আযান, জুগিন্দা, চিৎলাসহ আরও কয়েকটি গ্রামে অভিযান চালায়। চিৎলা বাজারের এক মুদি ব্যবসায়ী অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দোকান ফেলে পালিয়ে যায়। তবে তিনি রেহাই পাচ্ছেন না। ভ্রাম্যমাণ আদালত তাকে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে জেলা প্রশাসনের নির্শেনায় চায়ের দোকানগুলো পুরোপুরি বন্ধ করা হয়েছে। চায়ের দোকানের মাচানেই আড্ডা হয় সার্বক্ষণিক। এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পায়।

অপরদিকে মুদিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে দুপুর বারটা পর্যন্ত। নির্দেশনা অম্যান্যকারীদের কাছ থেকে গতকালের অভিযানে ৪ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।

আপনার মতামত লিখুন :