জরাজীর্ণ জীবনের ব্যাথা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:47 PM, 06 April 2022

কত যন্ত্রনা নিয়ে ঘোরে মানুষ
ঘোরে পথে পথে-
ব্যাথা ভরা বুকে যান্ত্রিক জীবনে
শুধুই হাহাকার!

ভাবি কত কথা
যাদের চেয়ে আমার জীবন
রয়েছে সুখে ভরা।

তাদের ব্যাথা দেখলে আমার
ব্যাথিত হয় মনে
আমারও কিছু কষ্ট আছে
লুকাই অগচরে!

ভাবি তাদের কথা
দু’বেলা দু’মুঠো খেতে পারেনা
জরাজীর্ণ জীবনের ব্যাথা;
কথায় কথায় মোড়লের সামনে
কেঁপে কেঁপে বলে কথা
তাদের বাক স্বাধীনতা হরন করে
কতই তামশা করে তারা।

জীবনের মত চলছে জীবন
অলিগলি পথ দিয়েে
জীবনের স্বাদ বোঝা বড়দায়
হিসাব কষে কষে।

পাড়ি দিয়ে যারা খুঁজে
পায়নি জীবনের অলিগলি পথ
আশা রাখি তারাও
একদিন খুঁজে পাবে সু-পথ!

 

লেখকঃহাওলাদার বেলাল

আপনার মতামত লিখুন :