তোমার পেতে খোঁজ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:25 PM, 22 April 2022

পথ পানে চেয়ে থাকি রোজ
প্রভু তোমার পেতে খোঁজ!
গুনাহগার বান্দা আমি ভাই
কি হিসাব দিব মৃত্যুর পর
ভাবি আমি তাই।

পরান পাখি উড়ে যাবে যেদিন
কি হিসাব দিব ভাবি দিবানিশি ;
সে দিন কি হবে আমার হাল
চেতন করে দিও প্রভু
মুখে থাকে যেন তোমার নাম।

তুমি সেদিন রহম করো এ অধমে
যেন পাই তোমার দিদার, দুনিয়া আখেরে।

কত গুনাহ করেছি দুনিয়ার পর
তুমি যদি মাফ না কর
কি হবে আমার!

কত যতন করে তুমি বানাইলা মোরে
বিদ্যাবুদ্বি শিখাইয়া দুনিয়ার মাঝে
তুমি যদি রহম কর এ বান্ধারে-
চলতে পারি যেন প্রভু তোমার হুকুম মতে
এই মিনতি করি মাওলা তোমার দরবারে,
কবর মিজানে তুমি থেকো পাশেতে!

লেখকঃহাওলাদার বেলাল

আপনার মতামত লিখুন :