ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:35 PM, 15 July 2021

“ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল” চিরন্তন প্রবাদ বাক্যটির সঙ্গে যেন মিল রেখে চলে গেলেন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নৈশ প্রহরী বাবর আলী। বাবুর আলি মেহেরপুর শহরের নতুন পাড়ার রেজাউল শেখের ছেলে।

এক ছেলে এক মেয়ে সন্তানের জনক বাবর আলী দীর্ঘদিন যাবৎ মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নৈশ প্রহরী হিসাবে কর্মরত ছিলেন।

বাবুর আলির সহকর্মী সদর উপজেলার চাঁদবিল গ্রামের নবীছদ্দিন জানান, প্রতিদিনের ন্যাশ আমরা দুজনেই একসঙ্গে দায়িত্ব পালন করে আসছি। রাত দুইটার দিকে আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়ি, ভোরের দিকে উঠে আমি অফিসের সমস্ত লাইট নিভিয়ে বাবর আলীকে ডাকাডাকি শুরু করি। তিনি না ওঠায় আমি অন্যদেরকেও ডেকে এনে তাকে ডেকে তোলা চেষ্টা করি, কিন্তু পরে দেখি তিনি আর বেঁচে নেই।

খবর পেয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সহ জেলা প্রশাসনে কর্মরত অন্যান্য কর্মকর্তা গন তাকে দেখতে আসেন। পরে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। আমিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :