গাংনীর ওলিনগরে অগ্নীকান্ডে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:00 PM, 29 March 2022

মেহেরপুরের গাংনীর ওলিনগরে মঙ্গলবার ভোরে এক অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে পিয়ারুল ইসলাম নামের এক কৃষকের তিনটি ঘর ও এর মালামাল ভষ্মিভুত হয়। এসময় নগদ টাকা, একটি বলদ গরু ও দুটি ছাগলের মৃত্যুসহ অন্ততঃ ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন গৃহকর্তা। মশার কয়েল থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পিয়ারুল ইসলাম জানান, গরুল মশা তাড়ানোর জন্য তিনি গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে দেন। ভোর রাতে ওই আগুন গোয়াল ঘরে লাগে। পরে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এতে গোয়াল ঘরে থাকা একটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়। সাথে বাড়িতে রাখা নগদ টাকাসহ বাড়ির সমস্থ মালামাল পুড়ে ভষ্মিভুত হয়। এতে অন্ততঃ ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ইসাহক আল িজানান, খবর পেয়ে একটি টীম সেখানে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে এ আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :