গাংনীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ,গ্রামবাসীর মানববন্ধন, ইউএনও’র নির্দেশে কাজ বন্ধ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:50 PM, 15 December 2023

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে মানববন্ধন করেছে গ্রামবাসী।শুক্রবার দুপুরে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। বিষয়টি জানতে পেরে কাজ বন্ধের নির্দেশ দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।
গ্রামবাসী জানান, অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে সাহারবাটি ইউনিয়নের ভোমর দহ ধর্মচাকী গ্রামের রাস্তা তৈরি করছে।এটা সম্পূর্ণ নন গ্রেডের ইট।এই ইট দিয়ে রাস্তা তৈরি করলে কিছু দিনের মধ্যে আবার রাস্তা নষ্ট হয়ে যাবে।ভালো ইট দিয়ে কাজ না করলে আমরা রাস্তার কাজ করতে দেব না।আর এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
স্থানীয় বাসিন্দা মো.তরিকুল ইসলাম বলেন, নিম্নমানের ইট দিয়ে আমরা কাজ করতে দেব না।তাছাড়া নিম্নমানের ইট দিয়ে কাজ করলে এ রাস্তা বেশি টেকসই হবে না।আর যে নিম্ন মানের ইট গুলো রাস্তায় দিয়েছে তা সরিয়ে নিয়ে ভালো ইট দিয়ে রাস্তা তৈরি করার অনুরোধ করছি।
সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম আলী বলেন, আমরা চায় ভালো ইট দিয়ে কাজ করুক।কোন অনিয়ম করতে দেওয়া হবে না।
ঠিকাদার মোহাম্মদ হাফিজুর রহমান মোখলেস জানান,যে ইটগুলো খারাপ রয়েছে সেগুলো তুলে নিয়ে ভালো ইট দিয়ে কাজ করব।

গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান,আমরা রাস্তাটির কাজ বন্ধ করে দিয়েছি।আর খারাপ ইটগুলো তুলে নিয়ে ভালো ইট দিয়ে কাজ করানো হবে।অন্য কোন সমস্যা থাকলে সেগুলোও দেখবো।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, রাস্তায় নিম্নমানের কাজ হচ্ছে আমরা বিষয়টি অবগত হওয়ার পরপরই কাজ বন্ধ করে দিয়েছি।এছাড়া গাংনী উপজেলা প্রকৌশলীকে বলে দিয়েছি সরেজমিনে গিয়ে যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়ার জন্য।আমরা কোন অনিয়ম দেখতে চায় না।প্রতিটা কাজ স্বচ্ছতার সাথে করতে হবে।

আপনার মতামত লিখুন :