একটি নাম একটি কন্ঠ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:22 PM, 12 March 2022

তোমার বজ্রকন্ঠ উদ্দীপ্ত জ্বালময়ী ভাষন
কেঁপে উঠেছিল লক্ষ কোটি জনতা সেদিন;
তোমার বজ্রকন্ঠ সেদিনের ভাষন,
মুক্তির মন্ত্র হয়ে বাজে আজো বাংঙালীর কানে!

একদিন, দু’দিন, দিনের পর দিন রাতের পর রাত
জেল জুলুম মুক্তিকামী বাঙালীর জন্য সয়েছ অত্যাচার;
তোমার দিপ্ত কন্ঠ বাতাশে বাজে আজো-
বাঙালীর মনের মনি কোঠায় রবে শত শত বছর।

তুমি ছিলে বাঙালির সুখ, দুঃখের সাথী-
কারা বরণ করে ছিলে দেখতে স্বাধীন জাতি;
বছরের পর বছর স্বাধীন বাংলা গড়তে
সাত মার্চ তোমার ভাষন থেকে স্বাধীনতার মুল মন্ত্র আসে।

একটি নাম একটি কন্ঠ একটি স্বাধীন জাতি,
তোমার ঋণ শোধ হবেনা-
জাতীর জনক বঙ্গবন্ধু হে শেখ মুজিব।

লেখকঃহাওলাদার বেলাল

আপনার মতামত লিখুন :