শত বছর পরে আসবে এদিন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:52 PM, 22 February 2022

লেখকঃহাওলাদার বেলাল

শত বছর পরে আসবে এদিন
আসবে ঘুরে ফিরে-
বাইশ দুই দু’হাজার বাইশ
থাকবে হৃদয়ে স্মরণীয় হয়ে!

শত বছর পর থাকব না আমি
থাকবে আমার স্মৃতি-
কে তুমি শত বছর পর পড়বে
আমার কবিতা খানি।

শত বছর পর যদি পড়
তোমরা আমার এ লেখা
করিও স্মরণ আমায় তোমরা
এ আমার প্রার্থনা!

জানি কতো মানুষ আজ এই দিনে
জন্ম নিয়েছো ধরায়
বেঁচে থাক তোমরা থাক বেঁচে
হয়ে গুণীজনা।

কতো দেখেছি, কতো শুনেছি
খেলেছি গোল্লাছুট-
আজ এ দিনে খেলার সাথীদের
বড়ই প্রয়োজন!

জন্মে আমি বাংলার বুকে
গর্ব আমার ভাই-
নদী সাগর পাহাড় নীলিমায়
মিলে মিশে একাকার!

বাংলার মাটি বাংলার বায়ু
বাংলার রাখাল ছেলে
শত বছর পরে যেন
এ বন্ধন থাকে অটুট হয়ে।

শত বছর পর আসবে যখন
এই দিন তারিখ-
যানি তখনও তোমরা করবে
স্মরণ তেমাদের কাছেই ঋণ।

সুন্দর ভাবে কাটুক আজকে
কাটুক এই দিন-
বাইশ দুই দু’হাজার বাইশ
ভালোবাসায় অমলিন।

আপনার মতামত লিখুন :