মেহেরপুরে মাদক সেবনের দায়ে দু’জনের জেল,জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:26 PM, 16 September 2020

হেরোইন খাওয়ার সময় সুলতান আলী এবং নবিরুল ইসলাম নামের দুই যুবককে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। রাতে মেহেরপুর শহরের কোটপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে সুলতান কে ৩ মাসের কারাদণ্ড ২শ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের জেল এবং নবিরুলকে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের জেল দেয়া হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সুলতান আলী মেহেরপুর শহরের কোটপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে এবং নবিরুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। জানা গেছে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালালের নেতৃত্বে কোটপাড়া এলাকায় ওই দুই যুবকে হিরোইন সেবন করার সময় আটক করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩২ (১) সারণির ১৫ ধারা মোতাবেক জেল ও জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন :