কুষ্টিয়ায় মিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় মিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

কুষ্টিয়ার মিরপুরে একটি বাগান থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া ডি-৫ জিকে খালের পাড়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের ইপিলইপিল বাগান থেকে পুলিশ ওই অজ্ঞাত যুবকের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ওই যুবকের পরনে ফুলহাত সোয়েটার ও ফুল প্যান্ট ছিলো।

ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান জানান সকালে এলাকাবাসী ওই বাগানে একটি ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, লাশের শরীরের কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

কুষ্টিয়া জেলা