দৌলতপুরে চ্যারিটি পিচ এন্ড স্মাইলের উদ্দেগে খাদ্য সামগ্রী বিতরণ
কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চ্যারিটি পিচ এন্ড স্মাইল।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) আল্লারদর্গায় অবস্থিত নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠ চ্যারিটি পিচ এন্ড স্মাইল সংস্থার অধীনে সুবিধাবঞ্চিত ২২০ পরিবারগুলোর মাঝে প্রায় ২৩ কেজি করে ওই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই খাদ্য সামগ্রীগুলো আগত পরিবারগুলোর হাতে তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি চিনি , ২ কেজি ছোলা, ২ কেজি মশুর ডাল, ২ লিটার তেল, ৫ কেজি পেঁয়াজ , ৫ কেজি আলু রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রোকনুরজ্জামান স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস এন্ড স্মাইলের পরিচালক মোঃ শাহীন আহমেদ।
সভাপতিত্ব করেন পিস এন্ড স্মাইলের চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ টিটু
উল্লেখ্য, পিস এন্ড স্মাইল একটি সামাজিক উন্নয়ন সংস্থা গত দীর্ঘ ৭ বৎসর যাবৎ সুনামের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে।