মেহেরপুরে মৌচাকে বাজপাখির ছােবল ; ক্ষিপ্ত মৌমাছির কামড়ে নারীসহ ৭জন আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:46 PM, 13 March 2024

মেহেরপুরে মৌমাছির কামড়ে নারীসহ ৭ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- ইসলামনগর গ্রামের জাহান ফকির (৪৮) একই গ্রামের ভ্যানচালক আকাশ হােসেন (২৩), মিরাজ আলী (২৬) , লিলি খাতুন (১৬) ও জানুয়ারা খাতুন (৫০) ও ইমরান হােসেন (২৪) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমঝুপি ইসলামনগর গ্রামের সড়কের পাশে বটগাছে থাকা মৌচাকে বাজপাখি ছোবল দেয়। বাজপাখির ছােবলে মৌমাছির চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাখিভ্যানে থাকা যাত্রীসহ ৭ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়।

আপনার মতামত লিখুন :