রেখে শতো স্মৃতি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:30 PM, 01 February 2022

কতো অজানা সাদা সাদা বক
ঝাঁকে ঝাঁকে উড়ে নীল আকাশে,
মেঘের ভেলা ভেসে , ভেসে ভেসে বেড়ায়
দুর দুরান্তের নীল নীলিমায়।

পাতি হাঁস ডাকে
দল বেধে তারা
সাঁতার কাটে যখন
নীল পদ্ম জলে
মন চলে যায়
সেই শৈশবে
কতো মেখে ধুলা
করেছি খেলা
বেলা অবেলা!

কতো ক্রোশ পথ হেটে হেটে আজ
বসে ছায়া তলে শ্রান্ত হলো ব্যাথা।

সেই ভর দুপুর গোসলের ছলে
চালতে কাটার পরে যেত ধুম
কেউ এনে তেল কেউ বা নুন
হায় হায় সব হয়ে গেল শেষ
কেউ বা আবার করে হাহুতাশ!

দিনগুলো আজ হয়ে কারুকাজ
মিশে হৃদয়ে, রঙিন স্বপ্ন মাখে
সেজে আপন সাজ ফেলে সব লাজ।

ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায় দেখি
মনে মনে ভাবি কেথায় বাড়ি ঘর
সন্ধ্যা হলে সব ফিরে যায় নীড়ে
কেমন করে ওরা দ্বন্ধ বিভেদ ভুলে
থাকে সবাই থাকে এক সাথে থাকে!

কতো কথা ভাবি দু’চোখে যা দেখি
কতো কি দেখবো যদি বেঁচে থাকি
হায় হায় একি রয়ে যাবে সবি
আমিই শুধু চলে যাবো,যাবো চলে পরপারে
রেখে শতো স্মৃতি!

লেখকঃহাওলাদার বেলাল

আপনার মতামত লিখুন :