রক্তে লেখা বাংলা ভাষা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:41 AM, 21 February 2022

লেখককঃহাওলাদার বেলাল

একুশ মানে বটের ছায়া ফাগুন হাওয়া
বাংদেশের মানচিত্রে মিশে আছে শহীদ যারা,
একুশ মানে মাথার উপর নীল আকাশ
ষোড়শ কিশোরীর ভালোবাসা, আশার ভেলা;
একুশ মানে নীল আকাশে তাঁরার মেলা
চাঁদের খেলা,ছোট্ট শিশুর রঙিন খেলা!!

একুশ মানে বটের ছায়া,
মাথার মুকুট ছায়ার মেলা
কৃষকের হাসি রাখালের খেলা!

একুশ মানে সালাম,রফিক,জব্বার,বরকত
শফিউরের রক্তে লেখা বাংলা ভাষা।

একুশ মানে মায়া মমতায় বাংলার মাটি
পান কৌড়ির মিলন মেলা, চাঁদের খেলা,
শতো বাংঙালির রক্তের বিনিময় বাংলা ভাযা।

 

আপনার মতামত লিখুন :