মেহেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত,ভোট পুল ১১:৬৬%

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:47 PM, 27 July 2022

মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৭-জুলাই) সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান(পুরুস) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে না পড়ার মতো। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৮৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮৩৬ ও পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫ হাজার ১৪৭ জন।২লক্ষ ৯হাজার ৯৮৩ জন ভোটারের বিপরীতে মোট ভোট পুল হয়েছে ২৪হাজার ৪৭৯জন।

ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়,সকাল ৮টার সময় ভোটগ্রহণ শুরু হলেও দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির ছিলো হাতে গোনা। মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ভোট পোল হয়েছে ২৬টি। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দে দুপুর ১২টা পর্যন্ত ভোট পোল হয়েছে মাত্র ২৩টি।

বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১০টা ১৫ মিনিটের সময় পর্যন্ত ভোট পোল হয়েছে মাত্র ৯টি, উজুলপুর ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট পোল হয়েছে মাত্র ২৩ টি।
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা বসে বসে অলস সময় পার করেন। মাঝে মধ্যে দু’একজন ভোটার আসলেও তারা নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।

এদিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম ভোট কেন্দ্রগুলোতে পরিদর্শন করেছেন।

রিটার্নিং অফিসার আবু আনছার গাংনীর চোখ’কে জানান, মোট ভোটারের তুলনায় এবার মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) উপ-নির্বাচনে ১১:৬৬% পুল হয়েছে।তবে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য সকল ধরণের ব্যবস্থা নেয়া হয়েছিল।

বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল সূত্রে জানা যায়,
মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ নেতা আবুল হাশেম বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
আওয়ামীলীগ নেতা আবুল হাশেম চশমা প্রতিক নিয়ে ১৫ হাজার ৩০৪ ভোট পেয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্ধি জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক নিশান সাবের ( মাইক) পেয়েছেন ৪ হাজার ৫৬৮ ভোট। সাবেক ছাত্রলীগ নেতা শামীম উদ্দিন ( টিউবয়েল) পেয়েছেন ৩ হাজার ৬৩০ ভোট,এবং আলফাজ উদ্দিন(তালা) পেয়েছেন ৯৭৭ ভোট ।

আপনার মতামত লিখুন :