মেহেরপুরে ভ্রাম্যমান অভিযানে এক বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:49 PM, 26 December 2023

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে সুপার ফুড নামের একটি বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, মেহেরপুর কাথুলী রোডের ছহি উদ্দিন ডিগ্রি কলেজের নিকট অবস্থিত সুপার ফুড নামের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কালে জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ জেলা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :