মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস ও চেক বিতরণ অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:05 PM, 01 June 2022

মেহেরপুর জেলা প্রশাসন ও প্রকল্প পরিচালকের কার্যালয়, বিভাগীয় সমবায় দপ্তর খুলনা কর্তৃক আয়োজিত দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা প্রাণীসম্পদ দপ্তর কর্তৃক বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ উপলক্ষে উপকারভোগীদের মাঝে ঘাস কাটার মেশিন বিতরণ ও উপকারভোগী সদস্যেদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে অনলাইন ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মুনসুর আলম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা প্রকল্প পরিচালক ও বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রানীসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা
সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমুখ।

জেলা প্রানীসম্পদ অফিস থেকে ১৫০ জন উপকার ভোগীদের ঘাস কাটার মেশিন এবং সমবায় অফিস থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা করে ১০০ জন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।

আগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত রেলি বের হয়ে ছিল।

আপনার মতামত লিখুন :